জেলা ছাত্রলীগের বিবৃতি : শিমরাইলকান্দিতে নিহত যুবক ছাত্রলীগ কর্মী নয়

| ০৩ জানুয়ারি ২০১৯ | ৬:১৩ পূর্বাহ্ণ
অ+ অ-

গত ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া ও শিমরাইলকান্দি এলাকার যুবকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে নিহত হওয়া সৌরভ আহমেদ মিম নামের যুবক ছাত্রলীগের কোন কর্মী বা সদস্য নয় বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এই দুই ছাত্রনেতা জানান, ঘটনার পর বেশ কয়েকটি প্রিন্ট এবং ইলেক্ট্রনিক গণমাধ্যম ভিকটিম সৌরভ আহমেদ মিমকে একজন ছাত্রলীগ কর্মী বলে সংবাদ প্রচার করে। প্রচারিত ও প্রকাশিত সংবাদটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দৃষ্টিগোচরে আসে।

যেকোন হত্যাকান্ডই দুঃখজনক উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, ‘আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডেরর বিচার চাই। কিন্তু সৌরভকে ছাত্রলীগের কর্মী বলে যে সংবাদ প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়, যা অত্যন্ত দু:খজনক।
নিহত ওই যুবক জেলা ছাত্রলীগ বা ছাত্রলীগের অন্য কোন ইউনিটের কোন পদে কখনোই ছিল না। তাই এই হত্যাকান্ডের সাথে ছাত্রলীগের মত গৌরবোজ্জ্বল সংগঠনের নাম ব্যবহার করা থেকে আমাদের সাংবাদিক বন্ধুগণ বিরত থাকবেন বলে জেলা ছাত্রলীগ প্রত্যাশা করে।

Facebook Comments

পড়া হয়েছে 2753 বার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
x