বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর মালিকানাধীন (মাগুরা গ্রুপ) বাংলা দৈনিক ‘বাংলাদেশের খবর’ এর তৃতীয় বর্ষপূর্তি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হলরুমে উদযাপন করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করা হয়।
‘বাংলাদেশের খবর’ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল-মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম সফিকুল্লাহ, সদ্য যোগদান করা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি কাউসার এমরান, আলআমীন শাহীন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষ হওয়ার পর আগত অতিথিরা তৃতীয় বর্ষপূর্তির কেক কাটেন।
এসময় জেলার কয়েকটি উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments