বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবি

নিজস্ব বার্তা পরিবেশক | ০৮ মে ২০২০ | ৯:৫৮ পূর্বাহ্ণ
অ+ অ-

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে পাঠানো খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

 

শুক্রবার দুপুরে জেলার কসবা উপজেলার গোসাইস্থল বাজার ও আখাউড়া উপজেলার কর্ণেল বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।

 

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবন।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মিজানুর রহমান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন।

 

প্রসঙ্গত, ৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলা এই কার্যক্রমে মোট এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে।

Facebook Comments

পড়া হয়েছে 1253 বার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
x